নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীর দোয়ায় অংশ নেওয়ার আহবান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ৩০শে এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ ৫ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর ৮ম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে শনিবার বাদ আসর মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে আরো একটি দোয়ার আয়োজন করা হয়েছে।

মাসদাইরে কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হওয়া দোয়ায় উপস্থিত থাকবেন তাঁর ছোট ভাই নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

দোয়ায় সকলকে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই একেএম সেলিম ওসমান। এরআগে ২৯শে এপ্রিল শুক্রবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি সকলের প্রতি দোয়া শরিক হওয়ার আহবান রাখেন।

এ সময় তিনি বলেন, আমার বড় ভাই নাসিম ওসমান আপনাদের সহকর্মী ছিলেন। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়ে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হলে নাসিম ওসমান নববধূকে রেখে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে বাড়ি ছেড়ে গিয়ে আরো একটি যুদ্ধে অংশ নেন। এরপর তিনি দীর্ঘ সময় ভারতে অবস্থান করেন। ২০১৪ সালে কোন এক কাজে সেই ভারতে গিয়েই ওখানেই তাঁর মৃত্যু হয়। আগামীকাল তার ৮তম মৃত্যুবার্ষিকী। আপনাদের সবাইকে দোয়ায় অংশ নিয়ে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি আহবান রাখছি।

add-content

আরও খবর

পঠিত