নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় উইজডম অ্যাটায়ার্সে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে কারখানাটির প্রায় আড়াইহাজার শ্রমিকের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

সোমবার ৩০ এপ্রিল রাত ৮টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শ্রমিকদের অংশগ্রহনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ তাঁর পরিবারের মৃত্যু সকল ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শ্রমিকেরা তাদের কর্মসংস্থান করে দেওয়া উইজডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

add-content

আরও খবর

পঠিত