নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : এনসিসি মেয়রের সহযোগীতা ও এলাকাবাসীর আন্তরকিতার জন্য ৮নং ওয়ার্ডে উন্নয়ন করতে পেরেছি। জনগনের কাছে দেওয়ার ওয়াদা রক্ষা করেছি। তাই আপনাদের কাছে অধিকার নিয়ে ভোট চাইতে পারি, অসমাপ্ত কাজ গুলো সমাধান করতে। ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নাসিক ধনকুন্ডা এলাকাবাসীর সাথে ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
ধনকুন্ডা সমাজের মুরুব্বি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া (জুলহাস)। এসময় আইলপাড়া, নতুন আইলপাড়া, এনায়েতনগর, কুমিল্লাপট্রি, শান্তিনগর, ভূইয়াপাড়া, বৌবাজার, মধুঘর, মদীনাবাগ সৈয়দপাড়া, বাড়িপাড়া এলাকাবাসীবৃন্দ সভায় উপস্থিত হয়।
এসময় আইলপাড়া এলাকার মুরুব্বি ইসমাইল মাদবর বলেন, বিগত নির্বাচনে আমরো এলাকা থেকে প্রার্থী দিয়ে ছিলাম। কিন্তু সে পাশ করতে পারে নাই। ভেবে ছিলাম উন্নয়নতো দূরের কথা কাউন্সিলর আমাদের কোন কাজ করে দিবে না। কিন্তু আমাদের সে ধারনা ভুল প্রমান করে আইলপাড়া মহল্লাবাসী হৃদয়ে স্থান করে নিয়েছে রুহুল আমিন মোল্লা। এলাকার উন্নয়ন ও সহযোগীতা করে জনগনের কাছে চলে গেছে। এখন মনে হচ্ছে সে সময় আমরো এক জন যোগ্য ব্যাক্তিকে ভোট দেইনা। কিন্তু এবার আরো এলাকাবাসী ভুল করবে না।
তিনি আরো বলেন, কোন হাইব্রিড নেতা বা ফরমালিন বক্তব্য আমরো শুনতে চাই না। আমরো চাই উন্নয়ন করেছে রুহুল আমিন তাই তাকে ভোট দিয়ে পূণরায় কাউন্সিলর করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান বলেন, আমাদের কাউন্সিলর উন্নয়নের সৈনিক, উন্নয়নের হাতিয়ার। তাই তাকে আগামীতে বিজয় করতে হবে।
আলী হোসেন বলেন, আমাদের কাউন্সিলরের কোন বাহিনী নাই। তার বাহিনী হলো জনগন, তার বাহিনী হলো উন্নয়ন। তাই তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, আমাদের ঐক্যের বিকল্প নাই। ভূইয়াপাড়া এলাকার সমাজ সেবক আমিন ভূইয়া বলেন, রুহুল আমিন মোল্লার উন্নয়নের জন্যই জনগন আগামীতে তাকে ভোট দিবে। তার জন্য ভোট চাওয়ার দরকার নাই। ৮নং ওয়ার্ড বাসির হৃদয়ে কাউন্সিলরের নাম লেখা হয়ে গেছে।
তাঁতখানার সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন বলেন, যে কাজ করে তার ভূল হয়। কিন্তু কাউন্সিলর যে ভুল করেছে তার চেয়ে ভালো দিক বেশী। তাই উন্নয়নের জন্য রুহুল আমিন কেই পূর্ণরায় নির্বাচিত করতে হবে।
প্রধান আলোচক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া (জুলহাস) বলেন, ৮নং ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে আমাদের কাউন্সিলর জনগনের হৃদয়ে রয়েছে। আমরা যদি বিশ্বাস ঘাতকতা না করি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ৮নং ওয়ার্ডে রুহুল আমিনের কোন বিকল্প নাই।
কাউন্সিলর রুহুল আমি মোল্লা বলেন, নাসিক মেয়রের আন্তরিকতার জন্য ৮নং ওয়ার্ডের উন্নয়ন করতে পেরেছি। আমি শান্তিনগর, সৈয়দপাড়া, ভূইয়াপাড়া, মদীনাবাগ ও মধুঘরের কিছু অংশ তেমন উন্নয়ন করতে পারি না। আগামী তিন মাস সময় পেলে এ লাকায় উন্নয়ন করা সম্ভব। কারন ইতোমধ্যে কয়েকটি রাস্তার টেন্ডার প্রক্রিয়াদিন। তাই আমি আপনাদের কাছে আরেকটি বার সুযোগ চাই ৮নং ওয়ার্ডটির উন্নয়নের জন্য।