নাসিক নির্বাচনে আইভী নেই, আ:লীগের তিন জনের নাম প্রস্তাব !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা হায়াত আইভীর নাম বাদ দিয়ে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে। ঐ তিনজন হলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ।

কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ১৫ নভেম্বর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে বিকাল ৩টা থেকে সার্কিট হাউজ মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠকে এমপি শামীম ওসমানসহ, প্রতিটি থানা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারী ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় সভা শেষে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা জানান, মঙ্গলবারের সভায় আনোয়ার হোসেন সভাপতিত্ব করলেও এখন তিনি নির্বাচনি কাজে থাকায় সহ সভাপতি চন্দন শীলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন শীল জানান, সভায় সবার সম্মতিক্রমে একজনের নাম উঠে আসে। তিনি হলেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। যেহেতু কেন্দ্র থেকে তিন জনের নাম চাওয়া হয়েছে সেহেতু আনোয়ার হোসেনের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের নাম প্রস্তাব করা হয়েছে।

চন্দন শীল আরও জানান, মহানগরের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি ছাড়াও মহানগর আওয়ামীলীগের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাছাড়া নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে আইভীর নাম না থাকা প্রসঙ্গে চন্দন শীল বলেন, সভায় উপস্থিত কোনও নেতাই আইভীর নাম প্রস্তাব না করায় তার নাম দেওয়ার সুযোগ নাই।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত তিন সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ঐ নির্দেশনায় বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড  বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করর্পোরেশনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনয়ন দেবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২২ ডিসেম্বর ২০১৬ নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত