নারী নির্যাতনের মামলায় কারাগারে যুবদল নেতা বদু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : এক সময়ের বহুল আলোচিত যুবদল নেতা বদিউজ্জামান বদুকে গ্রেফতার করেছে পুলিশ। ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শহরের দেওভোগ এলাকার বিএনপির আলোচিত জুটি ছিল জাকির খান ও বদিউজ্জামান বদু। জাকির খান নেতৃত্ব দিতেন জেলা ছাত্রদলের। ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি। অপরদিকে বদু ছিলেন যুবদলের। তিনি জেলা যুবদলের যগ্ম আহবায়ক ছিলেন। তবে তারা ২ জন ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিলেও তারাই মূলত ছিলেন দেওভোগ এলাকার বিএনপির প্রাণ। বিগত চারদলীয় জোট সরকারের আমলে দলীয় প্রভাবে বদু বনে যান হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি। এরপর থেকেই মূলত রাজনীতিতে তিনি অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়েন।

সূত্র জানায়, নানা কারণেই পরিবারের লোকজনদের নির্যাতন করতেন তিনি। সম্প্রতি জুয়া খেলা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। ২৭ জুলাই বুধবার রাতে তাকে শহরের দেওভোগের বাসা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। পরে নারী নির্যাতন মামলায় তাকে ২৮ জুলাই বৃহম্পতিবার আদালতে পাঠানো হয়। শুনানী শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

add-content

আরও খবর

পঠিত