নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ এবং মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইভাওসি ও ইয়ুথ কমিটি বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে ১৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে কমিটির উপদেষ্টা আনন্দ কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান স.ম.ফজলুল হক, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের মো. জিল্লুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট উৎপল কুমার, বাল্য বিবাহের শিকার কদমগাছী গ্রামের শিক্ষার্থী নুপুর আক্তার, বিষ্ণুপুর গ্রামের শিক্ষার্থী আমিনা আক্তার প্রমুখ। উক্ত সেমিনারে ৬ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহন করেন। বিকেল ৩ টায় আশার আলো নামে একটি নাটক অনুষ্ঠিত হয়।

add-content

আরও খবর

পঠিত