নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারী অবশ্যই শক্তি। কারন নারীই মা। এই নারী মানেই পৃথিবী। এই নারী শক্তি যদি না থাকতো তাহলে এখানে যারা আছো তারাই বা কোথা থেকে আসতে। দশ মাস দশদিন একটা মা যখন একটা সন্তানকে ধারণ করতে পারে, ভূমিষ্ঠ করতে পারে সে মায়ে কত শক্তি হতে পারে তা কিন্তু বাস্তবেও বোঝা যায়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে শহরের নতুন পালপাড়াস্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পূজা মন্ডপ পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান এক সাথে মিলে থাকবো। এই বাংলাদেশ আমাদের সবার। হীন্যমনতায় কাউকে ভোগতে হবে না। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই এক সাথে বাস করবো। সবার ঊর্ধ্বে আমাদের মা মাটি দেশ। এটাকে মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, নতুন পাল পাড়া সার্বজনীন পূজা কমিটি-১ এর পূজা মন্ডপের সভাপতি এড.মন্টু ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত প্রমুখ।