নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনএএন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটুর বিরুদ্ধে স্থানীয় একটি পএিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় সেই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত ১২ই মার্চ শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের এক জরুরী সভায় এই প্রতিবাদ জানানো হয়।
এক বিবৃতিতে নেতৃবৃন্দরা জানায়, আমাদের সভাপতিকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ইতিমধ্যে স্থানীয় একটি পত্রিকায় ভুল তথ্য ও ছবির অপব্যবহার করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। যদিও পরে একই পত্রিকায় দু:খ প্রকাশ ও প্রতিবাদ প্রকাশ করেছে। তবে একটি সাংবাদিক সংগঠনকে সামনে রেখে ষড়যন্ত্র হলে তা কখনই মেনে নেয়া যাবে না। তাই পূর্বের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।