নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শির্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব। শনিবার ১০ই জুন নারায়ণগঞ্জ চাষাড়ায় অবস্থিত ডিং এন্ড ডাইন থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে এ মহতি অনুষ্ঠনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান,  দৈনিক অগ্রবানী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ স্বপন চৌধুরী, ক্রাইম মিডিয়ার সম্পাদক মোঃ শাহজাহান, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্যরা।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূইয়ার সাবলিল উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি, এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটুয়ারী, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ নেয়ামতউল্লাহ্, টাইম্স নারায়ণগঞ্জ সম্পাদক নয়ন, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি উত্তম সাহা, অর্থ ও দপ্তর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন (নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক), ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার বাবলু, তথ্য প্রযুক্তি সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, সহ বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব সভাপতির মাতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার পিতা মরহুম হেলাল উদ্দিন সহ মৃত ব্যক্তিদের মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

add-content

আরও খবর

পঠিত