নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৬ই জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে উৎসবমুখর ভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মেয়র পদে  বিপুল ব্যবধানে জয়ী হ্যাটট্রিক তথা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেয়র পদে সাত জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি) পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাসুম বিল্লাহ (হাতপাখা) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট।

এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি) পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা) পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট।

এর আগে সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয় বার তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন ।

add-content

আরও খবর

পঠিত