নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ২৭ জুন (২১ রমজান) সোমবার নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলকে সাফল্যমন্ডিত করতে বিকেল ৫ টায় ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে সংঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এসময় নেতৃবৃন্দ সদস্যদের সঙ্গে বিগত দিনের বিষয়াদি নিয়ে এবং বতর্মানে সংগঠনকে কিভাবে আরো গতিশীল করা যায় সে ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়।

সংঠনের সকল সদস্যের পারস্পরিক সু-পরামর্শ ও ঐক্যবদ্ধ উপস্থিতিতে সভাটি একটি মিলন মেলার পরিবেশ সৃষ্টি করে। এতে করে সকল সদস্যদের মাঝে সংগঠনটিকে এগিয়ে নেয়ার জন্য উৎসাহ জাগে এবং আগামী ২৭ জুন সোমবার নারায়ণগঞ্জ ক্লাবের ইফতার পার্টিকে সফল করতে অঙ্গীকারবদ্ধ হয়। সাধারণ সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মোঃ মনির হোসেন। এরপর সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর নিজ উদ্যোগে সকল সদস্যদের জন্য ইফতারের আয়োজন করেন।

এসময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এমএইচ নয়ন, সহ-সভাপতি তানভির আহম্মেদ রনি, যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গৌতম সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার রিয়া, কার্যকরি সদস্য আল-মামুন, রাশেদুল ইসলাম। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মাহমুদ টিটু, শহিদুল্লাহ রাসেল, সজল রায়, সৈয়দ সিফাত আল রহমান লিংকন, মোঃ সালাউদ্দিন, সাজ্জাদ হোসেন, নুরুজ্জামান মুন্না, আরিফুল ইসলাম সেলিম, মোঃ লিটন হোসেন প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত