নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০১৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারী রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পদ্মা ও শাপলা সভাকক্ষে অতিথিদের আগমনে মূখরিত হয়ে উঠে নির্বাচন প্রাঙ্গন।
সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অনলাইন পোর্টাল টাইম্স নারায়ণগঞ্জের এম.এইচ. নয়ন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক নীর বাংলার বার্তা সম্পাদক মো: আনিসুল হক হীরা, ডেইলী নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মো: উজ্জল হোসাইন, অনলাইন পোর্টাল খবর নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মো: জাহিদ হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী জহির রায়হান।
সভাপতি পদে বিনা প্রদিদ্বন্ধিতায় দৈনিক সোজাসাপটা পত্রিকার ফটো সাংবাদিক মো: এনামুল হক সিদ্দিকী নির্বাচিত হওয়ায় এ নির্বাচনে মোট ৫টি পদ থাকলেও ৪টি পদে ৯ জন প্রার্থী অংশগ্রহন করেছেন। ফলে প্রতিটি ভোটার ৪টি করে ভোট প্রদান করেছেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাধারণ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক খবর প্রতিদিন পত্রিকার স্টাফ রির্পোটার শেখ মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে অনলাইন পোর্টাল খবর নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মো: কাইয়ুম পেয়েছেন ২০ ভোট, অর্থ সম্পাদক পদে দৈনিক খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক মিলন বিশ^াস হৃদয় পেয়েছেন ২৫ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনলাইন পোর্টাল খবর নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মো: মশিউর রহমান।
নির্বাচন চলাকালে পরিদর্শনে আসেন সদর এসিল্যান্ড মাসুম আলী বেগ, দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুল ইসলাম সোহেল, দৈনিক শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজাহার হোসেন, দৈনিক বার্তা প্রতিদিন ও অগ্রবানী পত্রিকার সম্পাদক মো: স্বপন চৌধুরী, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহাম্মেদ, ভোরের কথা পত্রিকার সম্পাদক মো: আরিফুর রহমান, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি কামাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, অনলাইন পোর্টাল ডেইলী নারায়ণগঞ্জ এর সম্পাদক আলমগীর আজিজ ইমন, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: নুরুল ইসলাম নুরু, সিদ্ধিরগঞ্জ নিউজ ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ শাওন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি এড. মাহাবুবুর রহমান ইসমাইল, জেলা ছাত্রলীগ সভাপতি মো: সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওর্য়াকার্স জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোনেসন সেন্টু ও সাধারন সম্পাদক কবির হোসেন রাজু, আলীগঞ্জ ট্রাক চালক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল হোসেনসহ আরো অনেকেই।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন খবর প্রতিদিন পত্রিকার স্টাফ রির্পোটার শেখ মো: মনির হোসেন ও অগ্রবানী পত্রিকার ফটো সাংবাদিক মো: আল মামুন খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে অনলাইন পোর্টাল টাইম্স নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মো: মাসুদ রানা রনি ও অনলাইন পোর্টাল খবর নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মো: কাইয়ুম, অর্থ সম্পাদক পদে নারায়ণগঞ্জের আলো পত্রিকার ফটো সাংবাদিক মো: সফিকুল ইসলাম জনি ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর বার্তা প্রধাণ সৈয়দ সিফাত আল রহমান, খবর নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মো: মশিউর রহমান ও অনলাইন পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মো: রাশেদুল ইসলাম।
নির্বাচন অনুষ্ঠান শেষে নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান হয়।