নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : দীর্ঘ দেড় বছর পর অবশেষে স্বপদে বহাল হতে যাচ্ছেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এমনি তথ্য জানিয়েছেন দলটির নেতাকর্মী। এরআগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে জেলা আওয়ামীলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা কারণ দেখিয়ে তাকে বহিস্কার করা হয়েছিল।
২০২১ সালে ৯ নভেম্বর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল স্বাক্ষরিত প্যাডে মামুনকে বহিস্কার করার সিদ্ধান্ত নেন। যা চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ হতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপরিশ পাঠায়।
সূত্র বলছে, ওই মোতাবেক কেন্দ্রীয়ভাবে সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে দীর্ঘ দিন কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। তবে তিনি তার নিজ ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়ায় তার পদে বহাল থাকার আদেশ আসছে বলে জানা গেছে। ইতমধ্যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি তাকে মৌখিকভাবে নিজ পদে থেকে কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছেন। খুব শিঘ্রই চিঠি প্রেরণ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিশ্চিত করে বলেন, জ্বি আপনি ঠিকই শুনেছেন। যেহেতু ওই এলাকাটি গুরুত্বপূর্ণ আর উনি নিজেও ভুল বুঝতে পেরেছেন। তাই কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সাহবে তাকে স্বপদে বহাল রাখার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। জেলা আওয়ামীলগের পক্ষ থেকেও এই র্মমে আব্দুল্লাহ আল মামুনকে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানায়, যেহেতু নতুন কোন কমিটি হয়নি। সে হিসেবে আমি মনে করি, দীর্ঘ দেড় বছর ধরে পদ থেকেও না থাকার মত ছিলাম। এমন কষ্ট বলার মত নয়। সবসময় দলের জন্য কাজ করেছি। একটু ভুল আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এটা ছাড়া এখন পর্যন্ত কখনও আমার কোন রিপোর্ট দেখাতে পারবেনা। আমি কেন্দ্রীয় নেতৃবন্দ এবং জেলা আওয়ামীলীগের বাদল ভাই ও হাই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।