নারায়ণগঞ্জ র‌্যাবের অভিযানে ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ সহ আটক ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজীনগর ক্যাম্পের র‌্যাব সদস্যদের অভিযানে ঢাকার দোহা থেকে ২৩ কেজি ২শত ২৮গ্রাম (২০০টি বার) স্বর্ণসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমান্ডার রাসেল আহমেদ কবীর (বিএন)।

আটক ব্যক্তিরা হলেন- শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের আলেপ খাঁর ছেলে মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুরের মো. শাহাজাদার ছেলে মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালীর মৃত ইয়াকুব শেখের ছেলে মো. সিদ্দিক (৪৬), জামাত আলীর ছেলে মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।

সংবাদ সম্মেলনে তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  সকাল ৭টায় র‌্যাব-১১ কমান্ডার মেজর আশিক বিল্লাহ ও মুন্সিগঞ্জ বালাশুর ক্যাম্প কমান্ডার এ.এস.পি মুহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল দোহার উপজেলার মৈনট ঘাটে অভিযান পরিচালনা করে। এসময় অটোরিকশায় করে ঘাটে আসা পাঁচ যাত্রীকে দেহ ও ব্যাগ তল্লাশি করে ২শ পিস স্বর্ণের বার এবং নগদ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা মূলত মৈনট ঘাট ব্যবহার করে যশোর হয়ে ভারতে পাচারের জন্য বহন করছিল। উদ্ধার  করা স্বর্ণের দাম ৯ কোটি টাকা বলে জানায় র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।

add-content

আরও খবর

পঠিত