নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাচনী এলাকা ৫ এর পরিচালক পদে নির্বাচন সম্পর্ন হয়েছে। ১৬ জানুয়ারী রোববার বন্দরের হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালক পদে নির্বাচনে তানজিম আহাম্মেদ ছাতা প্রতিক ও নূরে আলম সিদ্দিকি চেয়ার প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেয়। সকাল ৯টা হইতে ভোট গ্রহন শুরু হয় ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। পরিচালক পদে নির্বাচনে মোট ভোটার সংখ্যা হলো ২২ হাজার ৪’শ ৫০ জন। এর মধ্যে ভোট বাক্সে ভোট জমা পরেছে ১৯’শ ৯৩ ভোট। ছাতা প্রতিক নিয়ে তানজিম আহাম্মেদ ১৮৮৪ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়। তার প্রতিপক্ষ নূরে আলম সিদ্দিকি চেয়ার প্রতিক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়। বিভিন্ন কারনে বাতিল হয়েছে ১১টি ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ উপ-পরিচালক আঃ লতিফ সরদারসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরিচালক পদে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ফরাজিকান্দা এলাকার কৃত সন্তান তানজিম আহাম্মেদকে বিপুল ভোটে র্নিবাচিত করায় নব র্নিবাচিত পরিচালক তানজিমসহ ভোটারদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ কাজিম আহাম্মেদ, হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজ র্গভনিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, যুবসংহতি নেতা সফি ঢালী, জাপা নেতা আব্দুস সালাম, কাজল, আওলাদ হোসেন সেলিম ও লুৎফর মীরসহ বৃহত্তম ফরাজিকান্দা এলাকাবাসী।