নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক দলের র‌্যালী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : মহান মে দিবসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের র‌্যালী অনুষ্ঠিত। মঙ্গলবার পহেলা মে সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা বিশাল র‌্যালী বের করেন। র‌্যালীটি এক নম্বর রেল গেইট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পায়ে হেঁটে বিভিন্ন স্লোগান তুলে এগিয়ে যেতে থাকে। কে বলে রে জিয়া নাই- জিয়া সারা বাংলায়, বেগম জিয়া কারাগারে-আমরা আছি রাজ পথে, জেলের তালা ভাঙ্গবো- খালেদা জিয়াকে আনবো, তারেক জিয়ার ভয় নাই-শ্রমিক দল তোমার সাথে।

এ সময় দলীয় প্রতিষ্ঠাতার ছবি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূল আলম খন্দকারের ছবি বহন করা হয়।

র‌্যালীর অগ্রভাগে ছিলেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: নাছির উদ্দিন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রবি, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি মো. ইদ্রিস আলী, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহাম্মেদ,আড়াইহাজার পৌর শ্রমিকদল নেতা নুরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের (পরিবহন) ফারুক হোসেন, মো: সেলিম মিয়া, বাচ্চু দেওয়ান, জেলার মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন প্রধান, শ্রমিক দল নেতা বিল্লাল হোসেন, মো. মনির, নজরুল, মানিক, জামাল, শাহজাহান, সোলেমান, জাফর, রাসেল প্রমুখ।

র‌্যালীটি বাধ্যযন্ত্রের তালে তালে স্লোগান তুলে ২নং রেল গেইট পার হওয়ার সময় চাষাঢ়া যেতে চাইলে পুলিশ কিছুটা বাঁধা সৃষ্টি করে। এক পর্যায়ে বুঝিয়ে র‌্যালি নিয়ে যেতে নেতারা সমর্থ হয়। এর পর চাষাড়া গোল চত্ত্বর হয়ে জাকির সুপার মার্কেটের সামনে এসে সমাপ্ত হয়। শান্তি শৃঙ্খলা মত র‌্যালী করায় সকলকে ধন্যবাদ জানিয়ে নাছির উদ্দিন হামলা মামলা জেল জুলুম করে রাজপথ থেকে শ্রমিক দলকে বিরত রাখা যাবে না। যতই নির্যাতন ততই আন্দোলন- এই সরকারই চিরস্থায়ী সরকার নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার বিকল্প নাই।

এস.এম. আসলাম বলেন, যত নির্যাতনই হোক না কেন শ্রমিক দল রাজ পথে ছিল, আগামীতে থাকবে এবং যে কোন পরিস্থিতে শহীদ জিয়ার গড়া দল শ্রমিক দল আন্দোলন থেকে পিছু পা হবে না। নেতৃবৃন্দ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

add-content

আরও খবর

পঠিত