নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সরকারি বালিকা (গভ.গার্লস) উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে অংশগ্রহন করে প্রভাতী শাখার লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়েছে ১ শত ৮০ জন শিক্ষার্থী এবং দিবা শাখায় উত্তীর্ন হয়েছে ১ শত ৮১ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ২১ ডিসেম্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
শনিবার দিনগত রাত ১২ টায় ভর্তি পরীক্ষার ফলাফল বিদ্যালয় প্রাঙ্গনে টানিয়ে দেয়া হয়। ভর্তি পরীক্ষায় প্রভাতী শাখায় অংশ গ্রহন করেন ৮শত পরীক্ষার্থী এবং দিবা শাখায় পরীক্ষা দেন ৬শত পরীক্ষার্থী।
এ বিষয়ে ফাতেমা বেগম জানান, সরাসরি জেলা প্রশাসক জসিম উদ্দিনের তত্ত্ববধায়নে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেহেনা আক্তার সহ ২২ জন ম্যাজিষ্ট্রেট এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী পরীক্ষা পরিচালনা করেন। পরীক্ষার খাতা জেলা প্রশাসনের কার্যালয়ে মুল্যায়ন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও স্কুল কমিটির সকলের উপস্থিতিতে নিরপেক্ষ ভাবে ফলাফল ঘোষনা করা হয়। এতে কারো কোন প্রভাব ছিলনা।