নারায়ণগঞ্জ কর অঞ্চলের প্রেস কনফারেন্স সোমবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার ৩০ই অক্টোবর কর কমিশনারের কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে আয়কর মেলা উপলক্ষ্যে উল্লেখিত কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ কর কমিশানার মো. রেজাউল করিম চৌধুরীর স্বাক্ষরিত এক বার্তায় রবিবার ২৯ অক্টোবর দুপুরে এতথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল নারায়ণগঞ্জের ব্যবস্থাপনায় আয়কর মেলা আগামী ১ থেকে ৪ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হবে।

আয়কর মেলা উপলক্ষ্যে আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় কর কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সকল সাংবাদিকগণকে আমন্ত্রণ জানানো হলো।

add-content

আরও খবর

পঠিত