নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ছয়দিন ধরে নতুন করে করোনা জয়ী কারো সুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছেনা। তবে গত ২৪ ঘন্টায় আরও ৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে পাওয়া যায়নি নতুন কোনো মৃত্যু খবর । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রয়েছেন ৪ হাজার ৯৭৯ জন। মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১০ জন। শনিবার (২৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২২ জুন সোমবার থেকে ২৭ জুন শনিবার পর্যন্ত রেকর্ডে নতুন কারো সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। তাই ২ হাজার ৪৭১ জনই বিদ্যমান রয়েছে। যাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ৩১৫ জন, বন্দরের ৬৬ ও সোনারগাঁয়ের ১৭৪ জন।
সূত্র আরো জানায়, গত ২৪ ঘন্টা হিসেবে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার ৮টা নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৯ জনের। এই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ২৩ হাজার ৯১০ জন। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ১১১, সদর উপজেলায় ৪ হাজার ৬৮৯, বন্দরে ১ হাজার ৩৭, আড়াইহাজারে ২ হাজার ১৯০, সোনারগাঁয়ে ১ হাজার ৭৯৯, রূপগঞ্জে ৭ হাজার ৮৪ জনের।