নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বাবুরাইল এলাকায় একই পরিবারের ৫ জন খুনের মামলায় একমাত্র আসামী ভাগ্নে মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৭ আগস্ট সোমবার জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের আদালত আসামি মাহফুজের উপস্থিতিতে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি ওয়াজেদ আলী খোকন জানান, আদালত রায়ে মামি তাসলিমা হত্যার দায়ের মৃত্যুদণ্ড এবং লামিয়া, শান্ত, সুমাইয়া ও মোশারফ হত্যার দায়ে পৃথকভাবে মাহফুজের মৃত্যুদণ্ড এবং ৫ হাজার অর্থদন্ড করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল খানকা মোড় এলাকায় (আশেক আলী ভিলা) নামে একটি বাড়ির ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করে ভাগ্নে মাহফুজ। আইন-শৃঙ্খলা বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- মাহফুজের মামি তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)। এই ঘটনায় নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে।