নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি রবিবার মধ্যরাত ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বন্ধু পরিবহনের বাস কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার উপরে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. মাসুম সরকার (১৯) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার হোমনা খানার ভবানীপুর গ্রামের মো. হাসান আলী সরকার’র পুত্র মো. মাসুম সরকার (১৯)। সে বর্তমানে ঢাকা রামপুরা থানার হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের পেছনে বসবাস করতো।

১৬ জানুয়ারি সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মাদকের পরিমান ১ কেজি ৬শত গ্রাম। এ ঘটনায় পুলিশ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়ায় রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আরও কে কে জড়িত এবং কোথায় যাচ্ছিল এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত