নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই সিএনজি প্রতিযোগীতায় ধাক্কা খেয়ে বজলুর রহমান (৭০) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোডে এঘটনা ঘটে।
নিহত মো. বজলুর রহমান শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত. মৌলভী এলেম উদ্দিন হাওলাদার ও মৃত. নজিমন নেছার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোড পারাপারের সময় প্রতিযোগীতা করে বেপরোয়া চালিয়ে আসা অজ্ঞাত দুই সিএনজির মধ্যে একটি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যায়। এরপরও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওইসময় বজলুর রহমানকে নিয়ে সকলে ব্যস্ত থাকায় সিএনজি রিকসা নিয়ে চালকরা পালিয়ে যায়।
অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা তা পরে জানানো হবে।