নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত আরো ৭০ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু খবর পাওয়া হেছে। তিনি ৬০ বছর বয়সী সোনারগাঁ উপজেলার বাসিন্দা। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরো ৭০ জন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০৯১ জন।    সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টা হিসেবে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৪৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় ২৪ হাজার ৭৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  গত ৭দিন পরে সুস্থ হওয়ার সংখ্যা ৪৯১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২৯৬২ জন।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় (করোনা হাসপাতাল সহ) গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৪১৫ জনের যার মধ্যে ১৭৯২ জনের করোনা পজেটিভ। ৬১ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ১১০৯ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৮০৫ জনের যার মধ্যে ১২০০ জনের করোনা পজেটিভ। ২২ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৮৫৫ জন।

করোনায় আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ২২৪৫ জনের যার মধ্যে ৪৭৩ জনের করোনা পজেটিভ। ৪ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৩৩৫ জন।

রূপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ৭৩৮১ জনের যার মধ্যে ৯৯৯ জনের করোনা পজেটিভ। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৩৫৮ জন।

সোনারগাঁও উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৮৪৭ জনের যার মধ্যে ৪৫০ জনের করোনা পজেটিভ। ১৪ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ২২০ জন।

বন্দর উপজেলা বন্দর উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কারো করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। সুস্থ হয়েছেন ১৯ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ১০৮৭ জনের যার মধ্যে ১৭৭ জনের করোনা পজেটিভ। ৩ জনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন ৮৫ জন।

add-content

আরও খবর

পঠিত