নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৩৭২ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৯ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৯৮৬ জন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নমুনা সংগ্রহের সংখ্যা ৯৮, মোট ৬৩২৯ জন। সদর এলাকায় ৯৫ জন, মোট ৪২৮৩ জন। রূপগঞ্জ উপজেলায় ২০১, মোট ৫৯৬২ জন। আড়াইহাজার ৪৬ জন, মোট ২০৩৩জন, সোনারগাঁ ১৬ জন, মোট ১৬০৯ ও বন্দরে ২১জন, মোট ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১১৩১ জনের।