নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১জনের। সে সদর উপজেলার পাগলা এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭০৫ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯০জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১০২০ জন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মোট আক্রান্তের সংখ্যা ৪৯০৫ জন।সদর এলাকায় এর সংখ্যা ৩৬১০ জন।রূপগঞ্জ উপজেলায় ৪১২৯ জন।আড়াইহাজার ১৬৫১, সোনারগাঁ ১২৮৯ ও বন্দরে ৭৮১জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৭৯জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৬৩৬৫ জনের।