নারায়ণগঞ্জে হাই ভোল্টেজের তার ছিঁড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জয়নাল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৬ই মে রবিবার সকাল সাড়ে টায় ফতুল্লা মডেল থানার লালপুর জাপানী মহিউদ্দিনের বাড়ীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। নিহত জয়নাল লালপুরের সালামকালামের ভাড়াটিয়া রাজ্জাক হাওলাদারের পুত্র ফতুল্লা ইউনিয়ন পরিষধ সংলগ্ন বাংলাদেশ টায়ার ফ্যাক্টরীর শ্রমিক।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে টার দিকে বাসা থেকে বের হয়ে দোকানে কেনাকাটা করার উদ্দেশ্য রাস্তা দিয়ে পায়ে হেটে দোকানের দিকে যাচ্ছিলো। এমন সময় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিড়ে যুবকের শরীরের উপর পরে। সাথে সাথে মাটিয়ে লুটিয়ে পরে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস.আই হুুমায়ুন-২ জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত