নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণ, গ্রেফতার শিক্ষক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে এক স্কুলের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে জুয়েল হোসেন ওরফে জুয়েল স্যার (৪৫) নামে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৮ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফতুল্লা থানার নতুন কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুল ছাত্রী (১৫) কে উদ্ধার করে পুলিশ ।

গ্রেফতারকৃত জুয়েল গাইবান্ধা জেলার হাট লক্ষিপুর থানার গোবিন্দপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ ডা. আলতাফ ভিলার ৬ তলার ভাড়াটিয়া।  তিনি নিজেকে মাসদাইর গর্ভমেন্ট গার্লস স্কুল সংলগ্ন উইনডোর কোচিং সেন্টারের কর্ণধার পরিচয় দিয়ে নিজের নাম ফিরোজ শাহ জুয়েল বলে জানান । একই সাথে জুয়েল কোচিং বললেই সকলেই চিনেন বলে জানান।

মামলায় উল্লেখ করা হয়, ৭ই মার্চ সোমবার দুপুরে পরীক্ষার খাতা দেখানোর কথা বলে ফোন করে বাসা থেকে কোচিং সেন্টারে ডেকে এনে এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রীকে অপরণ করেন শিক্ষক জুয়েল। এরপর ছাত্রী বাসায় ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর বাবা ও মা শিক্ষককে ফোন করে জিজ্ঞেস করলে তিনি হুমকি দিয়ে বলেন এ বিষয়ে কাউকে কিছু জানালে আপনাদের মেয়ের ক্ষতি হবে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্কুল ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে দ্রুত অভিযান চালিয়ে নতুন কোর্ট এলাকা থেকে শিক্ষক জুয়েলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযানকালে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

add-content

আরও খবর

পঠিত