নারায়ণগঞ্জে সেমাই কারখানা ও গোস্তের দোকানীকে লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়াডের সুকুম পট্টিতে আনন্দ ফুড প্রডাক্টস নামের সেমাই কারখানা ও শীতলক্ষ্যা স্বাধীনতা চত্তরে গোস্তের দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ই মে বুধবার বিকালে নারায়ণগঞ্জ সদর থানার সুকুমপট্টি মসজিদ সংলগ্ন পূর্ব মসিনা নগর ও আনন্দ নগর এলাকায় এই অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার সহাকারী কমিশনার (ভুমি) হাসান বিন আলীর নেতৃত্বে অভিযানে ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে আনন্দ ফুড প্রডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার করায় ৯ হাজার ৪১৭ প্যাকেট ও ১৪৮ টুকরি ভর্তি খোলা লাচ্ছা সেমাই জব্দ করা হয়। এবং শীতলক্ষা স্বাধীনতা চত্তরে জনৈক আমিরের গোস্তের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষন। অভিযান কালে এ সময় সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আনন্দ ফুড প্রডাক্টস মুলত সেমাই তৈরীর কারখানা। সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। পরে সহকারী কমিশনার উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০ হাজার ও ৪৫ ধারায় ৫০ হাজার মোট ১ লাখ টাকা জরিমানা এবং আদায় করা হয়। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার করায় ৯ হাজার ৪১৭ প্যাকেট ও ১৪৮ টুকরি ভর্তি খোলা লাচ্ছা সেমাই জব্দ করা হয়। সেগুলো সিজার লিস্ট করে কারখানার ভেতর একটি নির্দিষ্টস্থানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং কোনভাবেই সেগুলো বাজারজাত না করার জন্য আনন্দ ফুডস কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত