নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁওয়ে অসচেতনতার কারনে ক্রমান্বয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগী ৬০ জন। যা হটস্পট চিহ্নিত জেলা নারায়ণগঞ্জে সর্বোচ্চ করোনা আক্রান্ত উপজেলা হিসেবে স্থান দখল করে নিচ্ছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ৬ জন করোনার আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ। এদের মধ্যে বাড়িচিনিশ -২জন, হাবিবপুর,-১জন, মোগরাপাড়া ষোল্লপাড়া,১জন, সোনারগাঁও পৌর এলাকার সাহাপুর-১জন, জামপুর ইউনিয়নের তাললতা ব্রাম্মণভাওগা-১জন। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৬০ জন, সুস্থ হয়েছেন ২জন উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ২জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ২৬৭ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬০ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। দুই জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁও উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপজেলায় মোট ৬০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নে ১২জন, সুস্থ হয়েছেন ২জন, শম্ভুপুরা ইউনিয়নে ১৪জন, মেঘনা শিল্পাঞ্চলে ৮জন, মোগরাপাড়া ইউনিয়নে ১৬ জন, কাঁচপুর ইউনিয়নে ৩ জন ও পৌরসভায় দুই জন, সনমান্দি বাংলাবাজার চরলাল এলাকায় স্বামী-স্ত্রী দুই জন। পিরোজপুর ইউনিয়নে ৩ জন। জামপুর ইউনিয়নে ১ জন। এরমধ্যে মোগরাপাড়া ও শম্ভুপুরা মোগরাপাড়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুই জন।