নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় অবস্থিত ৩৫/৩৬ নং গলাচিপা বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষ, শ্রেণি কক্ষ এর গ্রিল কেটে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১৫ই ফেব্রুয়ারি শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। এসময় চোর চক্রের সদস্যরা সিসি টিভির ক্যামেরার মনিটর, রিমোট, মর্ডেম ও নগদ অর্থ সহ সর্বমোট পঞ্চাশ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানা যায়।
এদিকে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিদ্যালয় ছুটি হয় ৫.১৫ ঘটিকায়, বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল বন্ধ করে বাসস্থানে চলে যায়। এর পরে শনিবার রাতে ১৫/০২/২০২০ইং তারিখে বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণি কক্ষ এর গ্রিল কেটে সিসি টিভির ক্যামেরার মনিটর, রিমোট, মর্ডেম ও নগদ অর্থ সহ সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার মালামাল লুটে নেয় কে বা কাহারা?
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে, যাহার নং- ৫৯৫, তাং- ১৬/০২/২০২০ইং। এরপরে সদর মডেল থানার এস.আই শামীম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার কারন জানতে চান।
তিনি বলেন, ঘটনা উদ্ঘাটনে সদর মডেল থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। বিদ্যালয়ে এই চুরির ঘটনা এলাকাবাসী ধিক্কার ও নিন্দা জানিয়েছে।
এলাকাবাসী বলেন, ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। তারা আরো জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করারও দাবী জানান।
বিদ্যালয়ে আরো জানা যায়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা আগেই বিদ্যালয়ের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তবে বিদ্যালয়ের ৫টি আলমারী ভেঙ্গে তচনচ করেছে চোরেরা। সকালে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী, অভিবাবক ও এলাকাবাসী চুরির ঘটনা শুনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে দুঃখ প্রকাশ করে। ঘটনা শুনার পর পর বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জাফর উল্লাহ খান চেঙ্গিস, বর্তমান সভাপতি ইলমে রাজী খান দিবা, সহ-সভাপতি কাহলিল জিবরান উপস্থিত হয়ে ঘটনার বিষয় অবহিত হন।
তারা বলেন, চুরির ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের বিচার অবশ্যই হবে। বিদ্যালয়ে চুরির ঘটনা শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।