নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শোক র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র‌্যালী করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর মন্ডলপাড়া মোড় এলাকা থেকে কালো পতাকা হাতে নিয়ে র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে এসে শেষ হয়।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ৮০টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে মন্ডলপাড়া মোড়ে জড়ো হতে শুরু করেন।পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিকেরসঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মেদ,

ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময়ে প্রধান অতিথি হিসেবে আতাউর রহমান মুকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের গুলি করে রাজপথ থেকে সরানো যাবে না। আপনারা যত নির্যাতন করবেন আমরা ততই শক্তিশালী হবো। দেশের গণতন্ত্র, ভোটাধিকার উদ্ধার না করে আমরা রাজপথ ছাড়বো না। সেই দিন বেশি দুরে নয় আপনারা পালাবার পথ খোজে পাবেন না।

প্রধানবক্তা হিসেবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, যারা মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে বুকের তাঁজা রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দিবো না। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

বিশেষ অতিথির বক্তব্যে হিসেবে হাজী নুরু উদ্দিন আহম্মেদ বলেন, আপনাদের সময় শেষ এখন শুধু পালানোর পথ খোজবেন। কারন উন্নয়নের নামে দেশের টাকা লুট করছেন তা জনগন বুঝে গেছে। আপনাদের পতন এখন শুধু সময়ের ব্যাপার।

সভাপতির বক্তব্যে এ্যাড. জাকির হোসেন বলেন, আর কত রক্তের নিয়ে ক্ষমতায় থাকতে চান প্রতিটি রক্তের হিসাব আপনাদের দিতে হবে পালাবার পথ খোজে পাবেন না। মনে রাখবেন এই দেশের মাটিতেই আপনাদের বিচার হবে। যেভাবে দুর্নীতির আখড়ায় দেশকে পরিনত করেছেন। সেই দুর্নীতির ধু¤্রজালে আপনাদেরই পরতে হবে।

add-content

আরও খবর

পঠিত