নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বক্তব্য উদ্ধৃতি দিয়ে মন্ত্রীর মন্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যখ্যা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
এ বিষয়ে জেলা পুলিশের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, পুলিশ সুপার জাতীয় নির্বাচনগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় শিথিলতা, গাফলতি ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি যেন আসন্ন উপজেলা নির্বাচনে এই রূপ শিথিলতা ও গাফলতি হলে সহ্য করা হবেনা। কোন প্রকার তদবির, প্রভাব বিস্তার ইত্যাদি বিষয়বস্তুর তোয়াক্কা করা হবেনা।
এই বিষয়টিই মূলত আইনশৃঙ্খলা মিটিং এ পুলিশ সুপার বুঝাতে চেয়েছেন। বিভিন্ন মিডিয়া তথা পত্র-পত্রিকায় মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বাদানুবাদ বিষয়টি তুলে ধরা হয়েছে। বাস্তবে মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের সাথে কোন প্রকার বিবাদ বা ঝগড়া হয় নাই। মন্ত্রী মহোদয় ও পুলিশ সুপারের মধ্যে একটি চমৎকার সম্পর্ক বিরাজমান। সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ এবং মাদকমুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে এসপি মহোদয়কে বিভিন্ন পদক্ষেপে ভূয়সী প্রশংসার পাশাপাশি সার্বিক বিষয়ে জোরালো সমর্থন জানিয়েছেন তিনি।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কতিপয় সাংবাদিক জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু হয়নি মর্মে উল্লেখ করে মন্ত্রী মহোদয়কে বিভ্রান্ত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিক হয়েছিলো এবং আসন্ন উপজেলা নির্বাচন ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিক হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সব সময় তার পেশাদারিত্বের সাথে অতীতে কাজ করে এসেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিরলস পরিশ্রম করে কর্তব্য, নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সাথে ডিউটি করে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছে। সেই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা নির্বাচন কর্তব্য, নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সহিত ডিউটি করবে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ তা করার জন্য প্রস্তুত রয়েছে।
অপরদিকে এ ব্যপারে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সুস্পষ্ট বক্তব্যে বলেন, আমার বরাত দিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে পুলিশ সুপারকে নিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। আমি এই ধরনের কোন বক্তব্য দেইনি। আমি বরাবরই বলেছি আমার অবস্থান ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও অপরাজনীতীর বিরুদ্ধে। বর্তমানে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন যে কাজ করছে সঠিকভাবেই করছে। তারা তাদের অবস্থানও ভূমি দস্যূ, মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশের যে জিরো টলারেন্স। তার প্রতি আমার র্পূণ সর্মথন রয়েছে।
প্রসঙ্গত, বুধবার জেলা পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি মন্ত্রী গাজীর কাছে পুলিশ সুপারকে জড়িয়ে প্রশ্নবানে বিব্রত করার চেষ্টা করে কতিপয় সাংবাদিক।