নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামার মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীণ শহীদনগর এলাকায় ভাগিনার ঘুষিতে মামা আব্দুল খালেক (৬২) নিহত হয়েছেন। ২৩ই মে  মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক একজন  মুদি দোকান ব্যবসায়ী। এ ঘটনায় ঘাতক ভাগ্নে রাসেলকে (২৫)  সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নানা’র সম্পতি নিয়ে মামার সাথে কথা বাক বিতন্ডার এক পর্যায় রাসেল তার মামাকে  ঘুষি মারে। মামা আব্দুল খালেক একজন অপারেশন এর রোগী।এছাড়াও নিজ বাড়ীর রাস্তা ও গেট নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের এই বিরোধ চলছে বলেও জানায় এলাকাবাসি। প্রায় চার বছর পূর্বে চলমান এই বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানায় নিহতের পরিবার।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সঙ্গে তার ভাগিনা রাসেলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামা খালেকের সঙ্গে মঙ্গলবার রাতে ঝগড়া হয়। এ সময় ভাগিনা রাসেলের ঘুষিতে মামা খালেক মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত