নারায়ণগঞ্জে বৃষ্টিতেই অধিকাংশ এলাকা জলমগ্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২ দিনের অবিরাম বৃষ্টির কারণে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এবং জমিতে পানি আটকে থাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। এ জলবদ্ধতায় শহরের মূল সড়ক, বিভিন্ন পাড়া মহল্লার অলি-গলি সহ তলিয়ে গেছে উঁচু ভবনের নিচতলায় থাকা গ্যারেজ। বাদ যায়নি বিভিন্ন সরকারী-বেসরকারী কার্যালয়।

এছাড়াও বন্দরে একরামপুর, ইস্পাহানী, দেউলী, ঘারমোড়া, আলীনগর, চরঘারমোড়া, কলাগাছিয়া, ধামগড়, মদনপুর ও মুছাপুর ইউনিয়নের নিচু এলাকায় পানিতে নিমজ্জিত হয়। এতে করে পানি বন্দী হয়ে পরে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় শতাধিক এলাকা।

এ ব্যাপারে ঘারমোড়া এলাকার বাসিন্দা জনৈক চাঁন মিয়া জানান, গত ২ দিনের অবিরাম বৃষ্টির কারনে বন্দর উপজেলার শুভকরদী, ঘারমোড়া, আলীনগর ও চরঘারমোড়াসহ  বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে । নিচু এলাকায় পানিতে তলিয়ে  যাওয়ার কারনে অনেক স্থানে নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উল্লেখিত এলাকার জন সাধারন।  পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে।

উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। সে সাথে বিভিন্ন স্থানে  বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বিদুৎত খুঁটি হেলে পরার কারনে উক্ত এলাকার জনগন চরম আতংকের মধ্যে রয়েছে। যে  কোন সময় প্রানহানীর আশংকা রয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও এবারের বর্ষায় ও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ণের অধিকাংশ এলাকার  রাস্তা ঘেেটর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

add-content

আরও খবর

পঠিত