নারায়ণগঞ্জে বিষ্ফোরকসহ ৮ জঙ্গি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) :নতুন দিগন্ত অনলাইন ই-কমার্স এমএলএম কোম্পানীর অন্তরালে জেএমবির কার্যক্রম পরিচালনারা করছে নিহত তামিম ও সারোয়ার গ্রুপের সদস্যরা। এ অভিযোগে ৭ ই এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তামিম ও সারোয়ার গ্রুপের সাথে জড়িত জেএমবির  ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। এসময় বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- শরিয়তপুর জেলার জাজিরা থানার জামাল ওরফে রাসেল জিহাদী (৩৫), ঢাকা জেলার কদমতলী থানার খন্দকার আবু নাইম ওরফে নামি জিহাদী (৪৯), ডেমরা থানা এলাকার নরুল আবছার (২৭), মাদারীপুর জেলার শিবচর থানার মহসিন (৫২), রাগেরহাট জেলার মোড়রগঞ্জ থানার জাবির হাওলাদার (২২), কমিল্লা জেলার দাউদকান্দি থানার আকাতারুজ্জামান ওরফে মারুফ (৩২), মুরাদনগর থানার হাফেজ মাওলানা ওমর ফারুক (৩২), তিতাস থানার কাশেম মুন্সি (৩১)। শুক্রবার দুপুর ১২টায় র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে র‌্যাব ১১ সিইও লেঃ কর্ণেল কামরুল হাসান এ তথ্য জানান।

র‌্যাব ১১ সিইও লেঃ কর্ণেল কামরুল হাসান বলেন, গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে জানতে পারি নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় পারিজাত মার্কেটের অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন সারোয়ার ও তামিম গ্রুপের সদস্যরা গোপন বৈঠকে মিলিত হচ্ছে। র‌্যাব ১১ একটি দল মার্কেটটিতে অভিযান চালিয়ে জেএমবির সাথে জড়িত কয়েক জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার গোরিপুর এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য জেএমবি সদস্যদের গ্রেফতার করা হয়। তারা এমএলএম ব্যবসার অন্তরালে জেএমবি সদস্য সংগ্রহ করতো। তারা থ্রিমা, ইমো, ওয়াসট এ্যাপস ব্যবহার করে সদস্য সংগ্রহ করতো। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৮ জেএমবি সদস্য তামিম ও সারোয়ার গ্রুপের সদস্য। তামিম ও সরোয়ার নিহত হওয়ার পর রাসেল জিহাদী এ গ্রুপটির মূল্য সমন্বয়কারী হিসেবে কাজ করে। গ্রেফতারকৃত রাসেল জিহাদীর সাথে জেএমবির অনেক উপরে মহলের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহন করেছে র‌্যাব-১১।

add-content

আরও খবর

পঠিত