নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমার ইচ্ছে আছে নারায়ণগঞ্জে বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদ করবো। যেখানে লক্ষাধিক মুসুল্লী একত্রে নামাজ আদায় করতে পারবে। ফতুল্লা ও বক্তাবলীর রাস্তা-ঘাট চলতি বছরের মধ্যে শেষ করবো। সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাসকে দেখিয়ে জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপি ও কবরীর আমলেও কাজ করতে পারে নি। ফতুল্লার বিভিন্ন রাস্তাঘাটের ১৫০ কোটি টাকার উন্নয়ন করেছি। ১৮ জানুয়ারী বক্তাবলী রামনগর ঈদগাহ মাঠে হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এভারশাইন গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আল আমিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বাবুল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফাজউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মোধ কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো: নাসিরউদ্দিন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মোমেন শিকদার, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুতফর রহমান স্বপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরিফুল হক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন প্রধান, মো: মজিবুর রহমান শিকদার, আতাউর রহমান মেম্বার, রাসেল চৌধুরী মেম্বার, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি মো: বরকতউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উদ্দিন সদু মেম্বার, জাহাঙ্গীর আলম, ভিপি আলমগীর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি শামীম ওসমান গোপাল নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বক্তাবলী মধ্যনগর আফতারের বাড়ি হতে উত্তর গোপালনগর ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা, বক্তাবলী ইউপি অফিস হতে ডিক্রীর চর বাজার পর্যন্ত রাস্তা রক্ষনাবেক্ষন, নবীনগর জিপিএস হইতে হুমায়ন এর বাড়ি ভায়া শাসনগাও বক্তাবলী রাস্তা পর্যন্ত, পূর্ব গোপালনগর আক্কাস মিয়ার বাড়ি থেকে রহমান বেপারীর বাড়ি হয়ে শাসনগাও বক্তাবলী রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন। এছাড়াও গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শামীম ওসমান আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে শওকত ভাইকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত দেখতে চাই। আমি বক্তাবলীতে বেশী উন্নয়ন করলেও ভোটের সময় নৌকার পরিবর্তে ধানের শীষে বেশী ভোট পড়ে।