নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হকারদের যত ক্ষোভ পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর উপর। গত শুক্রবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান হকারদের উদ্দেশ্যে বলেছিলেন, মেয়রের প্রেসারেই হকার উচ্ছেদ। আর এনিয়ে তারপর থেকেই শুরু হয়েছে হকার পূনরায় ফুটপাতে বসানোর সেই পুরোনো রাজনৈতিক খেলা। হকারদের পূনরায় ফুটপাতে বসানোর মিশনে নেমেছে কয়েকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো। ৩১ ডিসেম্বর হকাররা নারায়ণগঞ্জ নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াতকে স্মারক লিপি দিতে গেলে তাদের স্লোগান ও বক্তব্যে পুলিশ ও মেয়রের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
তবে মেয়রের সাথে হকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের (যারা হকারের পক্ষ হয়ে স্মারক লিপি দিতে গিয়েছে) বৈঠকে মেয়র আইভী সাফ জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধু সড়কে কোন হকার বসতে পারবেনা। বিকল্প কয়েকটা ব্যবস্থার কথাও অবশ্য মেয়র বলেছেন।হকাররা হাতে লেখা কয়েকটা প্ল্যাকাড বহন করে। যাতে লেখা ছিল, পুলিশের অত্যাচার মানি না, মানবো না।
অন্যদিকে, হকারদের ফুটপাতে বসতে না দেয়ায় মেয়রকে দোষারোপ করে হকারদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া বিভিন্ন বক্তা মেয়রকে উদ্দেশ্য করে বলেছেন, হকারদের ফুটপাতে বসতে দেন।
বক্তারা বলেন, মেয়ররের লোকজন ফুটপাতের হকারদের মালামাল নিয়ে এসে পুড়িয়ে দিয়েছে। যার অধিকার মেয়রের নেই। বিভিন্ন বাম দল থেকে শুরু করে এমনকি ক্ষমতাসীন দলের অংগ সংগঠন হকার্স লীগও যোগ দিয়েছে হকারদের পূনরায় ফুটপাতে বসানোর মিশনে।