নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সড়ক পথের আন্ত:জেলা ডাকাত দলের আরো এক সদস্য সুমন (৩৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ই জুন মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ৩টার দিকে তাকে পাগলা তালতলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন পাগল বৌ বাজার শাহী মহল্লার মৃত আব্দুল মান্নানের পুত্র।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাগলা তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক পথের আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সুমন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন ফতুল্লা থানায় দায়েরকৃত ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামী বলে পুলিশ জানায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত জানায়, চলতি মাসের ১৪ই জুন রাতে ফতুল্লার আলীগঞ্জ গুদারাঘাট সংলগ্ন খেলার মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রারপুর এলাকার আবদুল কাদিরের ছেলে ইমরান (২০), একই এলাকার মোহন খানের ছেলে জসিম (২০), আলীগঞ্জ এলাকার কামাল হাসানের ছেলে আয়নাল (২১), চিতাশাল খাল পাড় এলাকার কামাল মিয়ার ছেলে আলী (৩৫), বরিশাল আমতলী এলাকার মত রহমান মিয়ার ছেলে বাপ্পি (২২) কে গ্রেফতার করা হয়েছিলো। সে সময় ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিলো তবে এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় সুমন সহ আরো বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী ছিলো সুমনকে মঙ্গলবার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ঢাকা- নারায়ণগঞ্জ সড়ক পথের ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে তিনি জানান।