নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে প্রথম দফায় আজ থেকে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এখান থেকে পণ্য পাবেন কার্ডধারীরা। আজ ২০শে মার্চ রবিবার সকাল ১১টায় ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।
তিনি বলেন, এক কোটি মানুষকে টিসিবির পক্ষ থেকে ভর্তুকি দিয়ে খাদ্য পণ্য দেয়া হবে। এখন সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি দিয়ে শুরু হলো। পরবর্তিতে পণ্য সামগ্রীতে ছোলা যুক্ত হবে।
তিনি আরো বলেন, আগে শুধু ট্রাক সেলের মাধ্যমে পণ্য দেয়া হত। এখন থেকে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনে সহায়তায় সারাদেশে বিভিন্ন স্পটে আগের চেয়ে তিনগুণ বেশী পণ্য পাবেন মানুষ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নের ১০ হাজার ৭শ ৪ জন এই সুবিধা পাবেন। প্রথম দিন পাবেন ফতুল্লা ইউনিয়নের ৮ টি স্পটে ৪ হাজার ৬ শ ৫৬ জন। পর্যায়ক্রমে জেলার ২ লক্ষ ১ হাজার ৪ শ ২০ জন পাবে টিসিবির এই পণ্য।