নারায়ণগঞ্জে চিহ্নিত কিশোর গ্যাং লিডার ইভানসহ ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে নগরীর কিশোর গ্যাং লিডার ইভানসহ তার গ্রুপের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলার ইসদাইর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- পূর্ব ইসদাইর এলাকার আজম বাবুর ছেলে কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভান, মিশনপাড়া এলাকার ভাড়াটিয়া ফজলু প্রধানের ছেলে মো. সোলমান, মো. লতিফ মিয়ার ছেলে মোঃ জুম্মান, মো. আওলাদ মিয়ার ছেলে মো. রায়হান, মজিবর শেখের ছেলে শাহাদাত শেখ ও আমলাপাড়া চৌরাস্তা এলাকার পিতর বালার ছেলে মানিক বালা। তাদের হেফাজত থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি নাকোল ডাস্টার, ১টি লোহার পাইপ ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদা দাবি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।

তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, কিশোর গ্যাং গ্রুপের লীডার মো. নাহিয়ান আজম ইভানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে বিভিন্নসময় রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা করে এবং স্থানীয় বড় ভাইদের সহযোগীতায় অপরাধ কর্মকান্ড সংঘটিত করে থাকে।

add-content

আরও খবর

পঠিত