নারায়ণগঞ্জে চাল কেলেংকারীতে যুবলীগের পক্ষে জাবেদ ভূঁইয়াকে শোকজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অবশেষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাল কেলেংকারীর ঘটনায় যুবলীগের পক্ষ থেকে অভিযুক্ত জাবেদ হোসেন ভূইয়াকে শোকজ করা হয়েছে। শনিবার (২রা মে ) বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন স্বাক্ষরিত ওই শোকজ নোটিশটি তাকে প্রদান করা হয়েছে। এরআগে বুধবার রাত সাড়ে ১১টায় কেওঢালায় অবস্থিত একটি গার্মেন্টসের গোডাউনে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বেআইনীভাবে ১২০০ বস্তা চাল মজুদ রাখায়, উপজেলা প্রশাসন তা জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেয়।

ওইসময় অভিযুক্ত জাবেদ চালের বস্তাগুলো ত্রাণর জন্য আনা হয়েছে দাবী করলে তা প্রমানে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহন করে প্রশাসন। পরবর্তিতে খবর পাওয়া গেছে ওই চালগুলো চোরাইকৃত হতে পারে, কাচপুরে এমন একটি ঘটনায় মামলা রয়েছে। যা এখনও তদন্ত প্রক্রিয়াধীন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা ওসি রফিকুল ইসলাম।

এদিকে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং এ ঘটনাটি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। শোকজ নোটিশে উল্লেখ করা হয় যে, আপনার (জাবেদ ভূঁইয়ার) বিরুদ্ধে একটি গার্মেন্টসের গোডাউনে বেআইনীভাবে ১২০০ (এক হাজার দুই শত) বস্তা চাল মজুদ করার অভিযোগ উঠেছে এবং উপযুক্ত ডকুমেন্টস না থাকায় প্রশাসন চালসহ উক্ত গোডাউনকে সিলগালা করেছে এমন বিষয়টি আমরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা অবগত হয়েছি।

আপনার এধরণের কার্যক্রমটি সম্পূর্ণ সংগঠনের গঠনতন্ত্র বিরোধী হয়েছে এবং আপনার এধরণের কাজের কারণে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। যার দায়দায়িত্ব কোনক্রমেই সংগঠনের উপর বর্তায় না। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজ করা হলো। এমতাবস্থায়, পত্র প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে উক্ত বিষয়ে কারণ উল্লেখপূর্বক লিখিত জবাব দেয়ার জন্য আপনাকে নির্দেশনা দেয়া হলো। অন্যথায় গঠনতন্ত্র অনুসারে আপনার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত