নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ইয়াসিন হাবিব (২৪) নামে এক ঔষধ ব্যবসায়ী যুবকের আত্নহত্যা করেছে । ২১শে জুন মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার দক্ষিন সপ্তাপুর, বাইতুল আকসা মসজিদ এর সামনে, মোহনের ৫ম তলার বাড়ীর ৩য় তলায় এই ঘটনাটি ঘটেছে ।

নিহত ইয়াসিন হাবিব নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণ খোলার সাউদ বাড়ীর সাউদ নুর -এ শফিউল কাদিরের পুত্র ও ফতুল্লা থানার দক্ষিন সপ্তাপুর, বাইতুল আকসা মসজিদ এর সামনে, মোহনের ৫ম তলার বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া। এ ঘটনায় নিহতের পিতা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নারায়ণগঞ্জে অফিস সহায়ক সাউদ নূর এ শফিউল কাদির (৪৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, নিহত ইয়াসিন হাবিব একজন ঔষধ ব্যবসায়ী। সে প্রেম করে বিয়ে করেছিলো। তার স্ত্রী পাচঁ মাসের গর্ভবতী। সে তার স্ত্রী কে বর্তমান ঠিকানায় বসবাস করিতো। বিগত ১৫/২০ দিন পূর্বে বাদীর ছেলের স্ত্রী লামিয়া তার বাবার বাড়ীতে বেড়াতে যায়। নিজেদের পছন্দে বিয়ে করায় ছেলে ও তার স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক বিদ্যমান ছিলো। তারপরও মাঝে মধ্যে সামন্য বিষয় নিয়ে মন মালিন্য হতো।

২০শে জুন সোমবার রাত ১১ টার দিকে নিহত ইয়াসিন হাবিব রাতের খাবার খেয়ে বাদীর একই ফ্ল্যাটের পূর্ব পাশের কক্ষে ঘুমাতে যায়। ২১শে জুন মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বাদীর বাসার কাজের বুয়া ছেলের কক্ষ ঝাড়ু দিতে যায়। ঘরে ঢুকে সে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত দেহ। এসময় তার ডাক চিৎকারে বাদীর স্ত্রীসহ আশপাশের লোকজন এসে ঘটনা দেখে বাদীকে সংবাদ দেয়। বাদী ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে পুলিশে সংবাদ দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

add-content

আরও খবর

পঠিত