নারায়ণগঞ্জ বার্তা ২৪ (খায়রুল ইসলাম) : গরম যেন তেতো হয়ে উঠেছে। পুরো নারায়ণগঞ্জ শহরে রাস্তায় বেৱ হাওয়া দায়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ এর ঘরে ঘোরাফেরা করলে মনে হচ্ছে ৪৪ বা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এর শহরের নিত্য দিনের জ্যাম। ধুলোবালি মিলিয়ে নগরে প্রতি প্রাণে নাভিশ্বাস হয়ে উঠেছে।
গত দুইদিন ধরে সারা দেশে ওপর দিয়ে তাপমাত্রা প্রবাহ বইছে । এর মধ্যে তাপমাত্রা ৪০ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে ঢাকার চার জেলায়, সেখানে বইছে তীব্র তাপপ্রবাহ । মাঝাৱী তাপ প্রবাহ চলছে ঢাকাতেও । গরমে সাৱাদেশে কষ্ট পাচ্ছে মানুষ।
রিকশাচালক সোহেল বলেন, এই গরমে আর পারিনা দুপুরে পড়ে রেখে চালানো যায় না কয়েকদিন এক বেলা করে রিকশা চালাইছি। এক বেলা সংসার চালানো খুবই কঠিন।
ফার্মেসীগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, গ্লুকোজ এবং ওরস্যালাইন কেনার চাহিদা বেড়েছে। সেই সাথে ফলের জুস বিশেষ করে তরমুজ এবং আখের রসের বিক্রি চাহিদা প্ৰচুৱ।
আবহাওয়া বিদ্যাগত অনুযায়ী আজকের তাপমাত্রা দুপুর ২ টা পর্যন্ত ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দিনমজুর মানুষদের কাজ করে টাকা উপার্জন করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দৈনন্দিন আয় ঠিক মতো করতে পারছে না। যে সময়টা তাদের আয় করার কথা অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা সেই সময় বিশ্রাম নিচ্ছে। প্রসঙ্গত, মৌসুমী ফলের চাহিদা বেড়ে গেছে্য। যেমন আনারস তরমুজ এবং সবুজ নারিকেলের চাহিদা বেড়ে গেছে শহরগুলোতে।