নারায়ণগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করলো কোষ্টগার্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা পাথর বোঝাই ট্রাক থেকে শাড়ি, লোশন ও সানস্কিন ক্রীম সহ কয়েক কোটি টাকার পন্য জব্দ করেছে পাগলা কোষ্টগার্ড। শনিবার (১১ নভেম্বর)  ভোরে নারায়ণগঞ্জ কাচঁপুর ব্রীজ থেকে এসব পন্য উদ্ধার করা হয়। জব্দ করা পন্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ২ হাজার ৮৭৭ পিস, বডি লোশন ১ হাজার ৮ পিস এবং ৪ হাজার ৫শ পিস ক্রিম। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ পাগলা কোষ্টগার্ড স্টেশন লেঃ কামান্ডার রুহান মঞ্জুর।

তিনি বলেন, সিলেট থেকে অভিনব কায়দায় পাথর বোঝাই ট্রাকের নীচে করে বিপুল পরিমান অবৈধ পন্য ঢাকায় নিয়ে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুর ব্রীজের কাছে ট্রাকটি থামানোর সিগ্যানাল দিলে ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে চলে যায়। এসময় কোষ্টগার্ড সদস্যরা ট্রাকটিকে ধাওয়া দিলে চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে পাথরের নীচে থাকা অবৈধ মালামাল জব্দ করা হয়। পন্যগুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পন্য গুলো ঢাকার বিভিন্ন অভিজাত মার্কেটের দোকানে সরবরাহ করার জন্য আনে। এর সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

add-content

আরও খবর

পঠিত