নারায়নগঞ্জ বার্তা ২৪ : করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপতাল। প্রতিদিন সর্বোচ্চ ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাসপাতালের ওয়েব সাইটে নমুনা সংগ্রহের জন্য হটলাইন নাম্বার (০১৭১১০৭৫৯৩১) এবং করোনা চিকিৎসা ও আক্রান্তদের ভর্তির জন্য নাম্বার (০১৯০৯৪০৩০৫৮) প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপতালের তত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, করোনা পরীক্ষার জন্য এবং ভর্তির জন্য দুটি হটলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। এই হটলাইন নাম্বারে ফোন দিলে যে কেউ হাসপাতালে এসে নমুনা দিয়ে যেতে পারবে। ল্যব স্থাপনের আগ পর্যন্ত সিভিল সার্জন অফিসের মাধ্যমে প্রতিদিন ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে।