নারায়ণগঞ্জে এসেই বিটাইগারের প্রতারণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে শুরু না হতেই প্রতারণা করলেন ই-কর্মাস ভিত্তিক অনলাইন শপিং কোম্পানী বিটাইগার। গত ১৫ জুলাই শুক্রবার এ জেলায় আনুষ্ঠানিকভাবে বিটাইগার অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রচারণার নামে শুরুতেই বিজ্ঞাপন প্রতিবেদন দিয়ে বিল পরিশাধ না করে টালবাহানা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে কেনাকাটা করা সহ মাসে লক্ষ টাকা আয় করার সপ্ন দেখিয়ে লোভনীয় নানা পোস্টারিং ও বক্তব্য রাখলেও বাস্তবতা ভিন্ন। এমনই প্রমান মিলেছে এ কোম্পানীর ডেপুটি পরিচালক মো. হানিফ হোসাইন ও বিটাইগার কোম্পানীর নারায়ণগঞ্জের পরিচালক আব্দুল আহাদ রবিনের কর্মকান্ডে।

বিজ্ঞাপন প্রতিবেদন দেয়া ভুক্তভোগী অভিযোগ করে বলেছেন, চাষাড়া শহীদ মিনারে উদ্বোধনের পর বিজ্ঞাপন প্রতিবেদন প্রকাশে তার কাছে অনুরোধ জানায় উল্লেখিত দুই কর্মকর্তা। তবে অগ্রিম কিছু বিল পরিশাধ করার কথা থাকলেও তারা রাখেনি। পরের দিন আবারো বিটাইগারের লোগো সহ বিজ্ঞাপন প্রতিবেদন প্রকাশ করার জন্য গণমাধ্যম প্রতিনিধিকে বারবার মুঠোফোনেও কল দিয়ে অনুরোধ করতে থাকে। সবশেষ প্রকাশ হলে সকালেই বিল পরিশোধ করা হবে বলে জানায় ডেপুটি পরিচালক মো. হানিফ হোসাইন। কিন্তু এরপর থেকে যোগাযোগ করা হলে নানা টালবাহানা করতে থাকে। এমনকি এখন আর কোনপ্রকার কল রিসিভ করছেনা।

এদিকে, নারায়ণগঞ্জের পরিচালক আব্দুল আহাদ রবিনের সাথে যোগাযোগ করা হলে সেও বিটাইগার কোম্পানীর প্রতি অনাস্থার কথা জানায়। তিনি বলেন, আমার কলও বিটাইগারের কর্মকর্তা ও ডেপুটি পরিচালক মো. হানিফ হোসাইন ধরছেনা। এমনকি আমিও তাদের কাছ থেকে কাজের টাকা পাবো। ওইদিন উদে¦াধন শেষে আমার সাথেই ছিল ডেপুটি পরিচালক মো. হানিফ হোসাইন। আমাকে নিয়েই বিজ্ঞাপন প্রতিবেদন প্রকাশ করার জন্য এক প্রতিনিধির সাথে কথাও বলেছে। কিন্তু এ বিষয়ে তারা এখন আর কিছু বলছেনা।

add-content

আরও খবর

পঠিত