নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত) আরো ৪২ জন শনাক্ত হয়েছে। আক্রান্ত সহয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫৩২ জন। মৃতের সংখ্যা ৭৭জন। শুক্রবার (২৮ মে) সকালের দিকে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে একজন সদর এলাকার বাসিন্দা ও অপরজন সোনারগাঁ উপজেলার বাসিন্দা। এছাড়াও নারায়ণগঞ্জ খানপুর ৩শত শয্যা হাসাপাতালে পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যেই নমুনা ফলফল ৪২জনেরই করোনা পজেটিভ এসেছে। নতুন আরো ১২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।