নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর মাসদাইর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অন্তত ১০টি দোকান অগ্নিকান্ডের কবলে পড়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা মন্ডলপাড়া ফায়ার সার্ভিসকে ফোন দিলে বেলা ৩ টার দিকে ঘটনা স্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ব্যাপারে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সুমন জানায়, উত্তর মাসদাইর এলাকায় একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। এর মধ্যে কয়েকটি একেবারেই পুড়ে গেছে। আমাদের গাড়ি সেখানে গিয়ে দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন কিভাবে লাগলো এবং ক্ষয় ক্ষতির পরিমান কত তা এখনো জানা যায়নি।