নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ইসমাইল মিয়া (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মুশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া কিশোরগঞ্জের পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিল। একই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দিয়েছেন আদালত।
এ বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১১)। এই ঘটনায় পরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আদালত সেই মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন।