নারায়ণগঞ্জে অজ্ঞাত সেই নারীর লাশের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পাওয়ার হাউজের সামনে থেকে উদ্ধার হওয়া বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা অজ্ঞাত সেই বৃদ্ধা নারীর লাশের পরিচয় পেয়েছেন পুলিশ। নিহতের নাম জায়েদা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৫। সে জেলার সদর থানার ২০/২ খাঁনপুরস্থ মৃত লোকমান ব্যাপারীর স্ত্রী। অনলাইন নিউজ পোর্টালে সংবাদ দেখে নিহতের ছেলে আবুল হোসেন (৫৫) ফতুল্লা মডেল থানায় ছুটে এসে বৃদ্ধার পরিচয় নিশ্চিত করেছেন বলে জানান ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানায়, ১১ জুলাই সোমবার রাত ৮ টার দিলে বৃদ্ধার ছেলে থানায় এসে জানান নিহতের নাম জায়েদা  খাতুন। তার  বাড়ী সদরের খাঁনপুরে। ঈদের দিন দুপুরে বৃদ্ধা কোরবানীর মাংস সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়েছিলো। তারা নিষেধ করেছিলো। কিন্ত তাদের কথার গুরুত্ব না দিয়ে মাংসের জন্য বাসা থেকে বের হয়। পরে আর বাসায় ফিরে আসেনি। তাকে রাতভর খুঁজে পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে অনলাইন নিউজ পোর্টালে তার মায়ের ছবি দেখে তারা থানায় ছুটে আসেন।

তিনি আরো জানান, তারা থানায় আসার পূর্বেই পাগলা নয়ামটিস্থ একটি সামাজিক সংগঠন বৃদ্ধার লাশের দাফনের দ্ধায়িত্ব নিয়ে ইসলামিক নিয়ম নীতিনুসারে গোসল শেষে নয়ামাটি কবরস্থানে দাফন করে। এতে করে ছেলে সন্তুষ্টি প্রকাশও করেছেন।

উল্লেখ্য, ঈদের পরদিন ১১ জুলাই সোমবার সকালে ফতুল্লা পাগলা হাউজের সামনে থেকে পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্যর ঘটনস্থলে এসে পরিচয় সনাক্ত করতে না পারায় তাদের উপস্থিতিতে নয়ামাটিস্থ সামাজিক সংগঠন সংঘবদ্ধ রক্তদান ফাউন্ডেশন নামক একটি সংগঠন লাশ দাফনের দায়িত্ব নিলে লাশ তাদেরকে হস্তান্তর করা হয়। পরে বিকালে আসর নামাজের পর জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

add-content

আরও খবর

পঠিত